হোমিওপ্যাথি ওষুধ খেলে হতে পারে বিপদ দাবি গবেষকদের, Researchers claim that taking homeopathy medicine may be dangerous.-
চিকিত্সা শাস্ত্রের একটি অন্যতম মাধ্যম হচ্ছে হোমিওপ্যাথি। কোভিড পরবর্তী পরিস্থিতিতে এলোপ্যাথি চিকিত্সা বিজ্ঞানের পক্ষ থেকে এর প্রয়োগের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছিলো এবং এটিকে নিরাপদ বলে ঘোষণা করা হয়েছিল। যদি ও হোমিওপ্যাথি ওষুধ আ্যলোপ্যাথি ওষুধের মত দ্রুত কার্যকর হয় না বা ফল দেয় না। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা যে নিরাপদ সেটি কে মান্যতা দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি একটি গবেষণা এই তত্ত্ব কে পুরোপুরি খারিজ করে দিয়েছে। এই গবেষণায় দেখা গিয়েছে হোমিওপ্যাথি চিকিৎসায় লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। কেরালার আলুভাতে রাজাগিরি হাসপাতালের চিকিৎসকেরা এই গবেষনাটি করেছে, সঙ্গে পিয়ার রিভিউড জার্নাল হেপোটোলোজি কমিউনিকশনের তরফে জানানো হয়েছে যে এই হোমিওপ্যাথি ওষুধ লিভার কেbib মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। কেন্দ্রের বর্তমান নরেন্দ্র মোদী সরকার হোমিওপ্যাথি এবং আয়ুরবেদিক শাস্ত্র কে আ্যলোপ্যাথি র একটি বিকল্প মাধ্যম হিসেবে তুলে ধরতে প্রচার করছেন। এই গবেষণা টি প্রায় ৪৪৭ টি রোগীর উপর করা হয়েছে। ২০১৯ সাল থেকে ২০২২ এর ফেব্রুয়ারি পর্যন্ত এরা প্রত্যেকেই লিভার সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন। এবং তারা এই কারণে চিকিৎসা ধিন ছিলেন। কিন্তু এদের মধ্যে নয় জন রোগীকে সরাসরি চিহ্নিত করেছেন যাদের লিভারের ক্ষতির জন্যে সরাসরি দায়ী হোমিওপ্যাথি ফর্মুলেশন। নিউজ মিনিটের একটি প্রতিবেদন এ বলা হয়েছে হোমিওপ্যাথি তে মাদার টিংচার নামে ঘনিভূত এক নির্যাস কে জল এবং আ্যলকোহলের সঙ্গে মিশিয়ে ক্রমাগত পাতলা করা হয়। ফলে লিভার এর মারাত্মক ক্ষতি হতে পারে। ১৫ টি হোমিওপ্যাথি ওষুধের মধ্যে বিভিন্ন ধরণের যৌগ পাওয়া গিয়েছে। এর মধ্যে আ্যলকোহল, ইথানল, বিভিন্ন শিল্প দ্রব্য, আ্যনটিবায়োটিক, স্টেরয়েডের যোগ পাওয়া গিয়েছে। গবেষণায় করা রোগীদের ৭৮% রোগীদের ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি চিহ্নিত করা গিয়েছে। এছাড়া ছয় জন রোগীর লিভার পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে লিভার নেকরোসিস বা লিভার এর কোষ গুলোর মৃত্যু হয়েছে। তাই গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে হোমিওপ্যাথি ওষুধ হেপোটাইটিস বা লিভার এর মারাত্মক রোগ করতে পারে। রোগীর যদি লিভার সংক্রান্ত কোনও অসঙ্গতি আগে থেকেই থেকে থাকে তাহলে তো কথাই নেই।
Translate to English - Homeopathy is one of the methods of medicine. It has been cleared by Allopathy Medical Science for its application in post-Covid conditions and has been declared safe. If the homeopathy medicine does not work as fast as the allopathy medicine or does not give results. But homeopathy treatment was recognized as safe. But a recent study has completely debunked this theory. These studies have shown that homeopathic treatment can cause severe liver damage. Doctors at Rajagiri Hospital in Aluva, Kerala, conducted the study, and reported in the peer-reviewed journal Hepatology Communications that this homeopathic medicine can seriously damage the liver. The current Narendra Modi government at the Center is promoting homeopathy and Ayurvedic scriptures as an alternative to allopathy. This study was done on about 447 patients. All of them were suffering from liver related problems from 2019 to February 2022. And they were under treatment for this reason. But nine of these directly identified patients whose liver damage was directly attributable to the homeopathic formulation. A report in the News Minute states that in homeopathy, a concentrated extract called a mother tincture is mixed with water and alcohol and continuously diluted. As a result, severe liver damage can occur. A variety of compounds have been found in 15 homeopathic medicines. Among these, alcohol, ethanol, various industrial products, antibiotics, steroids have been added. Drug-induced liver injury was identified in 78% of patients studied. In addition, the liver test report of six patients showed liver necrosis or death of liver cells. So the researchers came to the conclusion that homeopathy medicine can cure hepatitis or serious liver disease. It does not matter if the patient has a pre-existing liver disorder.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন