কি হবে যদি আপনি প্রতিদিন এক কাপ করে গ্রিন টি খান? what happen if you put one cup green tea evrey day?

কি হবে যদি আপনি প্রতিদিন এক কাপ করে গ্রিন টি খান?
গ্রিন টি বা সবুজ চায়ের স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী একটি পানীয় হিসেবে ব্যবহৃত হয়। এটি আজ থেকে নয় বিগত কয়েক শতাব্দী ধরে এটি এশিয়া মহাদেশে ব্যবহার করা হচ্ছে। তবে গত দশক থেকে গ্রিন টি র উপর বেশ কিছু গবেষণা করা হয়েছে। যাতে করে পরিষ্কার ভাবেই দেখা গিয়েছে এর মধ্যে থাকা উপাদান আমাদের স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী ।যেমন - গ্রিন টি আমাদের হৃদ যন্ত্র কে সুস্থ রাখতে সহায়তা করে ।ওজন কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা 
পালন করে থাকে। এছাড়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।প্রতি দিন এক কাপ সবুজ চা বা গ্রিন টি পান আপনার স্বাস্থ্য কে সুরক্ষিত এবং সুন্দর করে তোলে। তবে এক্ষেত্রে মাথায় রাখা উচিত প্রয়োজনের তুলনায় অধিক গ্রিন টি পান আপনার স্বাস্থ্যের জন্যে ভালো নয়। গ্রিন টি পান করার সময়ে আরো একটি জিনিস মাথায় রাখতে হবে যে এটির সর্বোচ্চ স্বাস্থ্য গুণ পেতে হলে অবশ্যই এটি চিনি ছাড়া পান করুন। এবিষয়ে আরো জানতে প্রয়োজনে কোনো বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তবে একটা কথা নির্দ্বিধায় বলা যায় প্রতিদিন এক পেয়ারা গ্রিন টি আপনাকে সুস্থ রাখতে পারে।

গ্রিন টি র উপকারিতা -  
গ্রিন টির উপকারিতা গুলি জানার আগে জেনে নিন গ্রিন টি আসলে কি?
হাজার বছর আগে গ্রিন টি র আবিষ্কার হয় চিনে। ক্যামেলিয়া সাইনেসিস চা গাছ থেকে গ্রিন টি তৈরি করা হয়।  গাছের পাতা এবং কুঁড়ি সবুজ চা এবং কালো এবং ওলং চা-এর মতো অন্যান্য চা তৈরির জন্য হাতে বাছাই করা হয়। অক্সিডেশন রোধ করতে প্যান-ফ্রাইংয়ের মাধ্যমে পাতা শুকিয়ে গ্রিন টি তৈরি করা হয়। এটি পাতার রং ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও, যেহেতু সবুজ চা গাঁজন করা হয় না, তাই এটি পলিফেনল নামক একটি গুরুত্বপূর্ণ অণুতে রাখতে সক্ষম যা পাতার স্বাস্থ্যকর পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি সংরক্ষণ করে। যদি ও বিভিন্ন পরীক্ষা - নিরীক্ষায় দেখা গিয়েছে গ্রিন টি বা সবুজ চাতে সামান্য পরিমানে ক্যাফেইন থাকে।
সম্প্রতি কারেন্ট ডেভেলপমেন্ট ইন নিউ ট্রিশন এর একটি প্রবন্ধে গ্রিন টি র সম্বন্ধে বেশ কিছু দরকারি তথ্য উঠে এসেছে।

রক্তে শর্করার পরিমাণ কমায় গ্রিন টি -
সবুজ চা তে আছে আ্যনটি ইনফ্লেমেটরি উপাদান যা রক্তে শর্করার পরিমাণ কমায় ।এবং অন্ত্র এর নানান প্রদাহ কমাতে সাহায্য করে।

মেটাবলিজম বাড়ায়-গ্রিন টি-তে ক্যাফেইন থাকে যা মেটাবলিজম বাড়াতে এবং ওজন কমানোর প্রচেষ্টাকে উন্নত করতে সাহায্য করে। 

আ্যনটিঅকসিডেনটেভরপুরসবুজ চা - গ্রিন টি ক্যাটেচিনের মতো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা ফ্রি র‌্যাডিক্যালের কারণে হওয়া ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।

কোলেস্টেরল কমাতে সাহায্য করে গ্রিন টি -

গ্রিন টি যেহেতু আ্যনটি অক্সিডেনট উপাদান সমৃদ্ধ এটি আমাদের রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমান কমিয়ে আমাদের হৃদ যন্ত্র কে সুস্থ রাখে,।


JBL C100SI Wired In Ear Headphones with Mic, JBL Pure Bass Sound, One Button Multi-function Remote, Angled Buds for Comfort fit (Black)



JBL C100SI Wired In Ear Headphones with Mic, JBL Pure Bass Sound, One Button Multi-function Remote, Angled Buds for Comfort fit (Black)

 

https://amzn.to/42OBwyu(check it) 

 (link is here) - 


দীর্ঘ স্থায়ী রোগের ঝুকি কমাতে সাহায্য করে - 

: গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে গ্রিন টিতে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।


 মস্তিস্কের কার্য কারিতা বৃদ্ধি করে - সবুজ চায়ে অল্প পরিমাণে ক্যাফেইন এবং এল-থেনাইন থাকে, যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে এবং সতর্কতা বাড়াতে সাহায্য করতে পারে।

প্রদাহ কমাতে পারে গ্রিন টি - 

প্গবেষণায় দেখা গিয়েছে যে গ্রিন টি-তে থাকা পলিফেনলগুলি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে, যা আর্থ্রাইটিসের মতো দীর্ঘস্থায়ী অবস্থার লোকেদের জন্য উপকারী হতে পারে।

ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে - 

  : গ্রিন টি-তে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে, যা ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে পারে এবং বার্ধক্যের লক্ষণগুলি কমাতে পারে।

দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো - 

 : সবুজ চায়ে থাকা ক্যাটেচিনগুলি দাঁতের ক্ষয় সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে সাহায্য করতে পারে এবং নিঃশ্বাসের দুর্গন্ধ কমাতে সাহায্য করতে পারে।

আ্যলজাইমার বা পারকিনসনের মত রোগের ঝুকি কমাতে সাহায্য করে গ্রিন টি - 

 কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে  যে গ্রিন টি তে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্টগুলি আলঝেইমার এবং পারকিনসনের মতো নিউরোডিজেনারেটিভ রোগ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।


What happen if you eat a cup of green tea every day?


 Green tea is used as a very beneficial drink for health.  It is not from today but for the past few centuries it has been used in the Asian continent.  However, several studies have been done on green tea since last decade.  So that it is clearly seen that the ingredients in it are very beneficial for our health. For example - Green tea helps to keep our heart healthy. It plays an important role in reducing weight.  It also increases immunity. Drinking a cup of green tea every day makes your health safe and beautiful.  But in this case it should be kept in mind that drinking more green tea than necessary is not good for your health.  One more thing to keep in mind while drinking green tea is to drink it without sugar to get the maximum health benefits.  You can consult an expert or doctor if necessary to know more about this.  But one thing is for sure, one guava green tea every day can keep you healthy


Benefits of green tea -


 Before knowing the benefits of green tea, know what green tea actually is?


 Green tea was discovered thousands of years ago in China.  Green tea is made from the Camellia sinensis tea plant.  The leaves and buds of the plant are hand-picked to make green tea and other teas such as black and oolong tea.  Green tea is made by drying the leaves by pan-frying to prevent oxidation.  It helps in maintaining the color of the leaves.  Also, since green tea is not fermented, it is able to retain an important molecule called polyphenols that preserves the leaves' healthy nutrients and antioxidants.  Although various experiments have shown that green tea contains a small amount of caffeine.


 A recent article in Current Development in Nutrition revealed some useful information about green tea.


Green tea lowers blood sugar -


 Green tea contains anti-inflammatory compounds that lower blood sugar levels and help reduce inflammation in the gut.



 Boosts Metabolism – Green tea contains caffeine which helps boost metabolism and improve weight loss efforts.



 Antioxidant Evergreen Tea – Green tea is rich in antioxidants like catechins, which help protect against damage caused by free radicals.

 Green tea helps in lowering cholesterol -

 As green tea is rich in antioxidants, it keeps our heart healthy by reducing the amount of bad cholesterol in our blood.

Helps reduce the risk of long-term diseases –

 : Research suggests that the antioxidants found in green tea may help reduce the risk of chronic diseases such as heart disease, type 2 diabetes and cancer.


 Boosts brain function - Green tea contains small amounts of caffeine and L-theanine, which can help improve brain function and increase alertness.

 Green tea can reduce inflammation -

 Research has shown that the polyphenols in green tea can help reduce inflammation in the body, which can be beneficial for people with chronic conditions like arthritis.

 Helps maintain good skin health –

 : Antioxidants in green tea can help reduce inflammation and oxidative stress, which can improve skin health and reduce signs of aging.

 Good for dental health –

 : The catechins in green tea can help reduce the growth of bacteria that cause tooth decay and help reduce bad breath.

 Green tea helps reduce the risk of diseases like Alzheimer's or Parkinson's -

 Some studies have shown that the antioxidants found in green tea may help protect against neurodegenerative diseases like Alzheimer's and Parkinson's.

Comments

READ MORE -

দই কি স্বাস্থ্যের জন্যে ভালো? is curd good for health?

বাসক পাতার উপকারীতা /Benefits of vasaka leaf-

কি হয় যদি আপনি প্রতিদিন পর্যাপ্ত ঘুম না ঘুমোন? what happens if you don't get enough sleep?