করিনা কাপুর খান, টাবু এবং হুমা কুরেশিরা রাতে মুম্বই তে একসঙ্গে ডিনার সারলেন, Kareena Kapoor Khan Tabu Huma Qureshi along with other Bollywood stars dined together in Mumbai-
করিনা কাপুর খান টাবু হুমা কুরেশির সহ অন্যান্য বলিউড তারকার শুক্র বার রাতে মুম্বই তে নৈশ ভোজের জন্যে একসাথে জান মুম্বইয়ের একটি বিখ্যাত রেস্তোরাঁতে। অনুরাগী রা ছবি তুলতে ব্যস্ত ছিলেন তাদের সেই মুহুর্তকে। এবং তাথকা অভিনেত্রী রা যথেষ্ট শান্ত ভাবে ছবি তোলার জন্যে বিভিন্ন পোজ দিচ্ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য নায়িকার তাদের আসন্ন ছবি দ্য ক্রুতে একসাথে স্ক্রিন ভাগ করে নেবেন। টাবু বলিউডের একজন প্রতিভাময়ী অভিনেত্রী। এদিনের নৈশ ভোজে তার পরনে ছিল একটি নীল পোশাক এবং পনিটেল hair স্টাইল একদমই সাধারণ মেক আপে তিনি সেখানে হাজির ছিলেন। এই সিনিয়র অভিনেত্রী সবার সঙ্গেই হাসি মুখে ছবি তুলেছিলেন। হুমার পরনে ছিল একটি সাদা শার্ট এবং চামড়ার জুতো একটি ক্রস বডি ব্যাগ। তাদের সঙ্গে নৈশ ভোজে যোগ দিয়েছিলেন অভিনেতা রিতেশ দেশমূখ।
Translate to English - Kareena Kapoor Khan Tabu Huma Qureshi along with other Bollywood stars got together for dinner in Mumbai on Friday night at a famous restaurant in Mumbai. Fans were busy taking pictures of their moment. And the Tathka actresses were quite cool striking different poses for the pictures. Incidentally, the actresses will share the screen together in their upcoming film The Crew. Tabu is a talented Bollywood actress. At the dinner, she was wearing a blue dress and ponytail hair style, she was there with a very simple make-up. This senior actress took pictures with everyone smiling. Huma wore a white shirt and leather shoes with a cross body bag. Actor Ritesh Deshmukh joined them for the dinner.
Comments
Post a Comment