বাসক পাতার উপকারীতা /Benefits of vasaka leaf-

বাসক একটি ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ। এই গাছের পাতা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। জ্বর, সর্দি, কাশি তে বাসক পাতার রস অত্যন্ত ফলদায়ী। বহু পুরনো কাশি কমাতে ও এই পাতার রস কার্যকরী। জ্বর, সর্দি বা কাশি হলে এই পাতার রস সকাল এবং বিকেলে মধু সহযোগে কয়েক চামচ দিন কয়েক সেবন করলেই জ্বর, সর্দি বা কাশি সহজেই নিরাময হয়।
এছাড়াও প্রসাবের সমস্যাতে বাসক পাতার ফুল বেটে মিছরি সহযোগে সেবন করলে উপকার পাওয়া যায়। আয়ুরবেদ চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরেই বাসক পাতার ব্যবহার হয়ে আসছে, তবে বর্তমানে আধুনিক চিকিৎসা বা আ্যলোপাথি ওষুধের তৈরি তে এই পাতা ব্যবহার করা হচ্ছে.।
Translate to English -

Basak leaf is a plant with herbal properties. The leaves of this plant are very beneficial for our health.  The juice of this leaf is very effective in fever, cold and cough. In case of fever, cold and cough, take a few spoons of the juice of this leaf with honey in the morning and afternoon to cure fever, cold and cough completely.  Apart from this, consumption of flowers of this plant along with sweets is beneficial for urinary problems.  This leaf has been used in Ayurvedic medicine for a long time, but nowadays it is widely used in modern medicine.

Comments

READ MORE -

দই কি স্বাস্থ্যের জন্যে ভালো? is curd good for health?

উন্মুক্ত স্তন যুগল হট লুকে জানবি কাপুর, Janvi Kapoor in Hot Look with Exposed Breasts-

প্রয়াত হলেন অভিনেতা এবং চলচ্চিত্রের নির্মাতা সতিশ কৌশিক, Actor and filmmaker Satish Kaushik passed away.-