চেন্নাই সুপার কিংস এর হয়ে এটি সম্ভবত শেষ মরসুম হতে চলেছে ধোনির চেন্নাইয়ের পরবর্তী অধিনায়ক হতে চলেছেন বেন Stokes, This is likely to be Dhoni's last season with Chennai Super Kings-


এই মরসুমে আই. পি. এল এ প্রস্তুতি শুরু করেছে। শোনা যাচ্ছে বেশ কিছু চেন্নাই সুপার কিংস এর খেলোয়াড় ইতিমধ্যেই চেন্নাই পৌঁছে গিয়েছে। এই গুঞ্জন এর মাঝেই চেন্নাই সুপার কিংসের ভক্তরা প্রিয় খেলোয়াড়দের দেখার জন্যে পি. চিদম্বরম স্টেডিয়াম এর বাইরে ভিড় করেন। এমনকি শহরের একটি অভিজাত হোটেল যেখানে চেন্নাইয়ের ক্রিকেটাররা ঘাঁটি গেড়েছেন সেখানেও তারা পৌঁছে যায়। কিন্তু প্রিয় খেলোয়াড়দের দেখা না পেয়ে তারা হতাশ হোন। চেন্নাই সুপার কিংস এর ভক্তরা মনে করছেন এটি ধোনির চেন্নাই সুপার কিংস এর হয়ে শেষ মরসুম হতে চলেছে ।ফ্যান গ্রুপ গুলো ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা শুরুo করে দিয়েছেন ধোনির শেষ তম মরসুমকে স্মরণীয় করে রাখার জন্যে। বিশেষত ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস যে সাতটি খেলায় নামবে সেখানে বিভিন্ন ভাবে ভক্তরা ধোনিকে সন্মান জানাবেন। ধোনির পরবর্তীতে চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক হিসেবে বেন স্টোকসের নাম উঠে আসছে। প্রায় ১৬ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে চেন্নাই এই ব্রিটিশ অল রাউনডার কে দলে নিয়েছে। যদি ও শোনা যাচ্ছে তার হাঁটুতে কিছুটা চোট রয়েছে। যদি ও ইংল্যান্ডের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি শেষ ম্যাচে খেলেছেন। অন্যদিকে চেন্নাই সুপার কিংস এর সফলতম অধিনায়ক নিজেই ম্যানেজমেন্ট কে এই মরসুমের পর তার অবসর ঘোষণার কথা জানিয়ে দিয়েছে। চেন্নাই সুপার কিংসকে চারটি আই. পি. এল এবং দুটি চ্যাম্পিয়নস লীগ ট্রফি এনে দিয়েছেন অধিনায়ক হিসেবে। 



Translate to English - 
This season I.  P.  LA has started preparations.  It is heard that several Chennai Super Kings players have already reached Chennai.  Amidst this buzz, Chennai Super Kings fans flocked to see their favorite players.  Chidambaram gathered outside the stadium.  They even reach a posh hotel in the city where the Chennai cricketers are based.  But they are disappointed not to see their favorite players.  Chennai Super Kings fans believe that this is going to be Dhoni's last season for Chennai Super Kings. Fan groups have already started various plans to commemorate Dhoni's last season.  Especially in the seven games that Chennai Super Kings will play at home, fans will pay tribute to Dhoni in various ways.  After Dhoni, the name of Ben Stokes is emerging as the captain of Chennai Super Kings.  Chennai took this British all-rounder in exchange for around 16 crore 25 lakhs.  If it sounds like he has a bit of a knee injury.  If he played in the last match for England against New Zealand.  On the other hand, Chennai Super Kings' most successful captain himself has informed the management of his retirement after this season.  Four I to Chennai Super Kings.  P.  L and two Champions League trophies as captain.

মন্তব্যসমূহ

READ MORE -

নিম একটি প্রাকৃতিক উপহার

বাসক পাতার উপকারীতা /Benefits of vasaka leaf-

করিনা কাপুর খান, টাবু এবং হুমা কুরেশিরা রাতে মুম্বই তে একসঙ্গে ডিনার সারলেন, Kareena Kapoor Khan Tabu Huma Qureshi along with other Bollywood stars dined together in Mumbai-