ঘরোয়া উপায়ে খুশকি দূর করার পদ্ধতি, How to get rid of dandruff at home-

Dandruff is a very common problem among us.  It is seen by everyone regardless of gender.  It also occurs in men's beards.  Honestly, dandruff is a very annoying problem.  However, this problem can be solved by applying some home tricks.  After shampooing our head, we can mix camphora
r in a mug of water and wash our head with that water to reduce dandruff.  Besides, applying glycerin on hair and beard of boys gives good results.  Also, if you apply warm coconut oil to the roots of the hair the night before shampooing, and the next day before taking a bath, you can get rid of this problem by rubbing lemon leaves well.

Translate to Bengali - 
খুশকি আমাদের অত্যন্ত একটি প্রচলিত সমস্যা। এটি নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই দেখা যায়। পুরুষদের দাড়িতেও এটি হয়ে থাকে। সত্যি কথা বলতে কি খুশকি খুবই বিরক্তিকর একটি সমস্যা। তবে কিছু ঘরোয়া টোটকা প্রয়োগ করতে পারলে এই সমস্যার সমাধান করা যেতে পারে। আমাদের মাথায় shampoo করার পর, একটি মগের জলে ভালোভাবে কপ্যুর মিশিয়ে সেই জল দিয়ে মাথা ধুয়ে নিতে পারলে খুশকি কমে যায়। এছাড়া ছেলেদের চুল এবং দাড়িতে খুশকি হলে তাতে glycerin লাগিয়ে নিলে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও চুলে shampoo লাগানোর আগের দিন রাতে চুলের গোড়ায় ভালো করে নারকেল তেল গরম করে লাগালে, এবং তার পরের দিন স্নানের আগে ওই তেল এর মধ্যে ভালো ভাবে পাতি লেবু ঘষে লাগাতে পারলে এই খুশির সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়।



Comments

READ MORE -

দই কি স্বাস্থ্যের জন্যে ভালো? is curd good for health?

উন্মুক্ত স্তন যুগল হট লুকে জানবি কাপুর, Janvi Kapoor in Hot Look with Exposed Breasts-

প্রয়াত হলেন অভিনেতা এবং চলচ্চিত্রের নির্মাতা সতিশ কৌশিক, Actor and filmmaker Satish Kaushik passed away.-