উমেনস প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্স করবেন কৃতী ও কিয়ারা, Kriti and Kiara will perform at the opening ceremony of the Women's Premier League-
আগামী শনিবার শুরু হতে চলেছে। বহু প্রতীক্ষিত মহিলাদের উমেনস প্রিমিয়ার লীগের।উদ্বোধনী ম্যাচে মুম্বই তে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ানস এবং গুজরাট জায়ানটস নাভি মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়াম এই ম্যাচ হবে। তবে উদ্বোধনী ম্যাচের আগে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এই ঐতিহাসিক মুহুর্তেকে স্মরণীয় করে রাখতে কৃতী এবং কিয়ারা র মতো বলিউড তারকার পারফর্ম করবেন। বিসিসিআই এর তরফে জানানো হয়েছে ম্যাচ শুরু হবে রাত ৮টাযয় এবং টস হবে তার ৩০ মিনিট পূর্বে। মোট ২০ টি lলীগ ম্যাচ এবং দুটি প্লে অফ গেম হবে। ২৪ শে মার্চ, ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে এলিমেনেটর হবে। ২৬ শে মার্চ ব্যাবোরন স্টেডিয়ামে ফাইনাল হবে।
Translate to English - Starting next Saturday. The much awaited Women's Premier League. The opening match between Mumbai Indians and Gujarat Giants will be played in Mumbai at the DY Patel Stadium in Navi Mumbai. However, before the opening match, there is a grand opening ceremony. Bollywood stars like Kriti and Kiara will perform to commemorate this historic moment. BCCI informed that the match will start at 8 pm and the toss will be 30 minutes before that. There will be a total of 20 league matches and two playoff games. On March 24, the eliminator will be held at the DY Patel Stadium. The final will be held on March 26 at the Baboron Stadium.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন