কিডনি রোগের কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক? what is the Biggest indicator of kidney disease?
কিডনি রোগের কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক - মানব শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হল কিডনি। কিডনি আমাদের শরীরের দূষিত পদার্থ ছাকনি করে আমাদের মুত্র র মাধ্যমে বের করে দেয়। কিন্তু আমাদের সমস্যা তখন তৈরি হয় যখন আমাদের কিডনি সঠিক ভাবে কাজ করে না। সম্প্রতি একটি সমীক্ষা দেখা যায় আমেরিকার প্রায় ৪ কোটি মানুষ কিডনির সমস্যায় আক্রান্ত। আরো একটি আশ্চর্য জনক ব্যাপার হলো এদের অনেকেই জানেন না তাদের কিডনি র কোনো সমস্যা রয়েছে। চিকিৎসকেরা দাবি করেছেন কিডনি আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১১% মানুষ জানেনই না যে তারা কিভনির সমস্যার মধ্যে আছেন। কয়েকটি সাধারণ লক্ষন কিডনির রোগে আক্রান্ত মানুষদের মধ্যে প্রাথমিক ভাবে দেখা যায়। যেমন - ঘন, ঘন, প্রসাব করা, মুত্র এর মধ্যে অতিরিক্ত ফেনা বা বুদবুদ। চিকিৎসকেরা মনে করেন যাদের মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্ত চাপের মত রোগ আছে তাদের কিডনির সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে!। তবে ৬o বছরের উর্ধের ব্যক্তিদের উচিত নিয়মিত কিডনি র সমস্যার জন্যে যেসব পরীক্ষা - নিরীক্ষা করা দরকার সেগুলি নিয়মিত ভাবে করানো এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং তাদের পর্যবেক্ষণে থাক...