তুলসী পাতায় আছে আশ্চর্য গুণ, Tulsi leaves have amazing properties-
তুলসী পাতার বিজ্ঞান সন্মত নাম হল ওসিয়াম স্যানটাম।সারা পৃথিবীতে প্রায় ১৮ প্রজাতির তুলসী পাওয়া যায়। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রধানত তিন প্রজাতির তুলসী দেখতে পাওয়া যায়।এগুলি হল মূলতঃ রাম তুলসী, কৃষ্ণ তুলসী এবং বন তুলসী। সাধারণ জ্বর সর্দি তে প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটি তুলসী পাতা সেবন করলে সহজেই নিরাময় হয়। ব্রংকাইটিস, হাপানী. তে তুলসী পাতার রস এবং মধু মিশিয়ে দিন কয়েক সেবন করলে উপকার পাওয়া যায়। তুলসী পাতার চা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।তুলসী পাতার মধ্যে রয়েছে বিভিন্ন আ্যনটি ব্যককটিরিয়াল উপাদান যেমন - কারবোকল, টারপেন।তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমানে আ্যসিটিক আ্যসিড যা আমাদের কিডনির সমস্যায় অত্যন্ত ফলদায়ী। শরীরের ইউরিক আ্যসিডের মাত্রা কে নিয়ন্ত্রন করে থাকে। তুলসী তে আছে প্রচুর পরিমানে ম্যাগনেসিয়াম যা শরীরে নাইটরো অকসাইড যা শরীরের রক্ত চাপ কে নিয়ন্ত্রন করে। তুলসী র মধ্যে পাওয়া যায় অনেক পরিমাণে বিটা ক্যারোটিন যা শরীরের খারাপ কোলেস্টেরল গুলোর মাত্রা কমাতে সাহায্য করে। গবেষকদের মতে শিশুদের যে কোনও সমস্যায় তুলসী অসাধারণ কাজ করে। তুলসী পাতার মধ্যে আ্যডাপটোজেন নামে এক প্রকার যৌগ দেখতে পাওয়া যায়, যা আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে থাকে। গবেষক দের মতে শরীরে যদি কোনো রকমের দাদ, হাজা, বা চুলকানি তে তুলসী বেটে লাগালে নিরাময় হয়। তবে গর্ভবতী নারীদের তুলসী পাতা সেবন না করাই ভালো।
Translate to English - The scientific name of Tulsi leaf is Ocium santum. About 18 species of Tulsi are found all over the world. There are mainly three types of Tulsi found in India and Bangladesh. They are mainly Ram Tulsi, Krishna Tulsi and Forest Tulsi. Common fever and cold are easily cured by consuming a few tulsi leaves every morning on an empty stomach. Bronchitis, asthma. Tulsi leaf juice and honey mixed with it and consumed for a few days gives benefits. Tulsi leaf tea helps to increase the immune system of the body. Tulsi leaves contain various anti-bacterial substances like - carbolic, terpenes. Tulsi leaves contain a large amount of acetic acid which is very effective in our kidney problems. It regulates the level of uric acid in the body. Tulsi contains a large amount of magnesium which is a nitrous oxide in the body which regulates the blood pressure in the body. Tulsi is rich in beta-carotene which helps in reducing bad cholesterol levels in the body. According to researchers, tulsi works wonders for any problem in children. Tulsi leaves contain compounds called adaptogens, which help us reduce stress. According to the researchers, applying tulsi beet cures any kind of ringworm, ringworm, or itching in the body. However, pregnant women should not consume tulsi leaves.
Comments
Post a Comment