প্রয়াত হলেন অভিনেতা এবং চলচ্চিত্রের নির্মাতা সতিশ কৌশিক, Actor and filmmaker Satish Kaushik passed away.-
প্রয়াত হলেন অভিনেতা এবং চলচ্চিত্রের নির্মাতা সতিশ কৌশিক ।প্রয়ান কালে তার বয়স হয়েছিলো ৬৬।তার অন্যতম বন্ধু ও সহকর্মী অনুপম খের এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন ৪৫ বছরের সেরা বন্ধুকে হারালেন। সতিশ কৌশিক গতকাল দিল্লী তে হৃদ রোগে আক্রান্ত হোন। তার আকস্মিক মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। ব্রিক লেন, এবং মিস্টার ইন্ডিয়া র মত ছবি নির্মাণে তার গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। ভারতীয় চলচ্চিত্রে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই কঠিন সময়ে তার পরিবারে পাশে থাকার বার্তা দিয়েছেন অনুপম খের।
Translate to English - Actor and filmmaker Satish Kaushik passed away. He was 66 years old at the time of death. One of his friends and colleagues Anupam Kher informed this news. He wrote that he lost his best friend of 45 years. Satish Kaushik suffered a heart attack in Delhi yesterday. His sudden death has cast a pall over Bollywood. He had important roles in films like Brick Lane, and Mr. India. His contribution to Indian cinema will forever be remembered. Anupam Kher has given a message to support his family during this difficult time.
Comments
Post a Comment