সেলফি নিয়ে কংগনার করা কটাক্ষে অক্ষয়ের পাশে দাঁড়ালেন একতা কাপুর, Ekta Kapoor stood by Akshay's sarcasm on Kangana's selfie-


অক্ষয় কুমারের সদ্য মুক্তি প্রাপ্ত ছবি সেলফি নিয়ে মজা করেছেন অভিনেত্রী কংগনা রানাওত। অভিনেত্রী দাবি করেছেন ছবিটি বক্স অফিসে ১০ লাখ টাকা উপার্জন করলেও তিনি বিস্মিত হবেন না। যদি ও ঘটনা চক্রে দেখা গিয়েছে ছবিটি মুক্তির দিন বক্স অফিসে মাত্র ১ কোটি ৩০ লাখ টাকা সংগ্রহ করতে পেরেছে। বাণিজ্য বিশেষজ্ঞ তরুন আদর্শ টুইট করেছেন। এছাড়া ও বেশ কিছু পোর্টাল ছবিটি ফ্লপ বলে দাবি করেছেন। অনেকে বলছেন এটি অক্ষয়ের ষষ্ঠ ফ্লপ। একতা কাপুর অক্ষয়ের সমালোচনা করেছেন যারা তাদের কে তিরস্কার করেছেন। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন সমালোচনা যারা করছেন তারা তাদের মনের নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন। যদিও ইমরান হাসমি, নুসরত অভিনিত ছবিটি দর্শকদের প্রশংসা পাচ্ছে অন্য ধারার গল্পের জন্যে। একতা কাপুর তার ইনস্টার গ্রাম স্টোরিতে অক্ষয় কুমার কে ইন্ডাস্ট্রির সবচেয়ে নির্ভরশীল তারকা বলে উল্লেখ করেছেন। তিনি সমালোচকদের সংবেদনশীল হতে অনুরোধ করেছেন। 

Translate to English - 
Actress Kangana Ranaut has done.  The actress claimed that she will not be surprised if the film earns Rs 10 lakh at the box office.  If it is seen in the cycle of events, the film managed to collect only 1 crore 30 lakhs at the box office on the day of its release.  Trade expert Tarun Adarsh ​​tweeted.  Besides, several portals have claimed that the film is a flop.  Many say this is Akshay's sixth flop.  Ekta Kapoor criticized Akshay who scolded them.  He also reminded that those who are criticizing are showing their low taste.  However, the Emraan Hashmi, Nusrat starrer is being appreciated by the audience for its different story.  Ekta Kapoor mentioned Akshay Kumar as the most dependable star in the industry in her Instagram Gram story.  He urged critics to be sensitive.

#Akshay kymar #Kangna Ranaut#Ekta kapoor#selfie#Emran Hasmi

Comments

READ MORE -

দই কি স্বাস্থ্যের জন্যে ভালো? is curd good for health?

উন্মুক্ত স্তন যুগল হট লুকে জানবি কাপুর, Janvi Kapoor in Hot Look with Exposed Breasts-

প্রয়াত হলেন অভিনেতা এবং চলচ্চিত্রের নির্মাতা সতিশ কৌশিক, Actor and filmmaker Satish Kaushik passed away.-